Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে দশম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর সদর রোডে রাসেল নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর ১টার দিকে হোটেল আলী ইন্টারন্যাশনালের বিপরীতে মেসার্স সানী এন্টারপ্রাইজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
রাসেল নগরীর ভাটিখানা সোনালী আইসক্রিম মোড়ের বাসিন্দা কবিরের ছেলে এবং একে স্কুলের (আসমত আলী খান) ১০ম শ্রেণির ছাত্র। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
হাসপাতালে আহত রাসেলের চিকিৎসার খোঁজ খবর নিয়ে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) খোকন জানান, ছেলেটি একে স্কুল থেকে আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে রাসেল একটু সুস্থ হলে বিষয়টি পুরোপুরি জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ