Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘করোনার টিকা আনতে সরকারের কোন ভূমিকা নেই’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

টিকা নিয়ে সরকারের মন্ত্রীরা গলাবাজি করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে টিকা আনা হয়েছে তার পিছনে সরকারের কোন ভূমিকা নেই। বাংলাদেশি আমেরিকান কয়েকজন চিকিৎসক বাইডেন প্রশাসনে কর্মরত আছেন। তারা লবিং করে বাংলাদেশকে কোভ্যাক্সের তালিকায় অর্ন্তভুক্ত করেছেন। এখন কোভ্যাক্সের মাধ্যমে আমরা কোটি কোটি টিকা ফ্রি পাচ্ছি। সম্পূর্ণ বিনামূল্যে আরও টিকা আসবে। সেই টিকাই এখন দেওয়া হচ্ছে, গণটিকা দেওয়া হচ্ছে। এখানে সরকারের কোন ভূমিকা নেই। গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত করোনা হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মানুষের জীবন নিয়ে খেলা খেলছেন। আজকে ডানে বামে কত মানুষ মারা যাচ্ছেন। কত মানুষ ঝড়ে যাচ্ছেন। এটার একমাত্র কারন পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি সরকার। দেড় বছরে সরকার শুধু গলাবাজি-চাপাবাজি ছাড়া কিছুই করেনি। ফলে সারাদেশে মৃত্যুর বিভীষিকায় পরিণত হয়েছে।
তিনি বলেন, সরকারের ব্যর্থতায় করোনা পরিস্থিতি আজ ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতালে অক্সিজেন নেই, আইসিউ নেই, ভেন্টিলেটর নেই। নেই কোন চিকিৎসা। এসব ব্যবস্থা না করে দলীয় নেতা-কর্মীদের উল্টো দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন। এখন দেখা গেছে গণটিকা নিতেও টাকা লাগে। দলীয় নেতাদের বাড়ি বাড়ি গিয়েও টিকা দিতে গেছে।
১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এর তদন্ত হয়েছে, বিচারও হয়েছে। কিন্তু এখন সে ঘটনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সামনে আনা হয়েছে অত্যন্ত ষড়যন্ত্র ও চক্রান্তমূলকভাবে। বিএনপিকে নির্মূল করতে এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে সরকার।
তিনি বলেন, এ নিয়ে একটি সুশীল পত্রিকার সম্পাদক সরকারের ঘনিষ্ঠ হতে একটি প্রবন্ধ ছেপেছে। ওই পত্রিকার সম্পাদকের অতীতের ঘটনা সবারই জানা আছে। মূলত সরকারের আনুকূল্য পেতে তিনি এ কাজ করেছেন। যা অত্যন্ত ষড়যন্ত্রমূলক। ১৫ আগস্টের ঘটনার বিচারের পর, এসবের মূল উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে নির্মূল করা। দেশকে বিরোধীদল শূণ্য করা।
রিজভী বলেন, বাংলাদেশের মতো এমন নির্যাতন কারী সরকার কোথাও নেই। শুধু মিথ্যা মামলা নয়, গুম-খুন নয় জীবননাশের হুমকি রয়েছে পদে পদে। গুম -খুন বিচার বহির্ভূত হত্যা নিত্যদিনের চিত্র। জীবনের অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, উকিল আব্দুস সাত্তার এমপি, সৈয়দ একে একরামুজ্জামান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, ব্যরিষ্টার রুমিন ফারহানা এমপি, ড্যাব নেতা অধ্যাপক ডা. আব্দুস সালামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।



 

Show all comments
  • Shahnoor Alam Bhuiyan ১৭ আগস্ট, ২০২১, ৯:০০ এএম says : 0
    এডভোকেট রুহুল কবীর রিজভী সাহেব আস্ত একটা পাগল টাইপের রাজনীতিবিদ।কথায় বলে, "পাগলে কি না বলে, ছাগলে কি না খায়!"
    Total Reply(0) Reply
  • লিংকন রায় ১৭ আগস্ট, ২০২১, ৯:৫৩ এএম says : 0
    বর্তমান বাংলাদেশ সরকার সাধারণ জনগণের জীবন এটতাই সহজ করে দিয়েছে যে, ভোট কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ