Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরআন শপথ করে ৯ হরিণ শিকারির আত্মসমর্পণ

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

পবিত্র কোরআন শপথ এবং স্ট্যাম্পে লিখিত দিয়ে সুন্দরবনের ৯ হরিণ শিকারি আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বন-কর্মকর্তার কাছে এসে তারা আত্মসমর্পণ করেন। রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক এ তথ্য জানান। আত্মসমর্পণকারী হরিণ শিকারিরা হলেনÑ সাজ্জাক ব্যাপারী, এমদাদুল সরদার, মহিদুল শেখ, রেজাউল শেখ, জাহাঙ্গীর মোল্যা, বাচ্চু মৌছালি, আতাউর খাঁন, রুবেল শেখ ও ফরিদ জোমাদ্দার। তাদের বাড়ি উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নে। এনামুল হক বলেন, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে হরিণ শিকারের পাশাপাশি কীটনাশক বা বিষ দিয়ে মাছ শিকার করতো। তারা গতকাল সোমবার চঁাঁদপাই রেঞ্জের কার্যালয়ে এসে আত্মসমর্পণ করে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত দিয়ে এবং পবিত্র কোরআন শরীফ শপথ করে। এর ৩ মাস আগে আরও ১৮ হরিণ শিকারি আত্মসমর্পণ করেছেন। হরিণ শিকারির আত্মসমর্পণের সময় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা সংগঠন সিএসসির বর্তমান আহŸায়ক ও সাবেক চিলা ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার, বনকর্মী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ