Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় মাকে হত্যায় দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়ায় মাকে কুপিয়ে হত্যার দায়ে তার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সানা উল্লাহ (৪০)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার মোল্লাপাড়া এলাকার হেকিম মোল্লার ছেলে।
গাজীপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ২০০৫ সালের ৭ মে সানা উল্লাহ তার বোন ফাতেমা বেগমের (৩৫) কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় সানা উল্লাহ দা দিয়ে তার বোনকে কুপায়। এ সময় তার মা দেলোয়ারা বেগম (৫৫) মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে সানা উল্লাহ তাকেও কুপায়। এতে দেলোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে এ ব্যাপারে সানা উল্লাহর বাবা মো. হেকিম মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন।
কাপাসিয়া থানার এসআই বিনয় কৃষ্ণ কর তদন্ত শেষে সানা উল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন সানা উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ