Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে ৫ নেতা-কর্মী গ্রেফতারে জামায়াতের তীব্র নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১০:৫৮ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পাঁচ নেতা-কর্মী গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ১৪ আগস্ট দিনগত রাতে নরসিংদী জেলার মাদবধী থানায় ইউনিয়ন আমীরসহ দু’জন, রায়পুর থানায় দু’জন এবং শিবপুর থানায় একজন নেতা-কর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি অবিলম্বে নরসিংদী জেলায় গ্রেফতারকৃত পাঁচজন নেতা-কর্মীসহ সারাদেশে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ