পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত দিবস উপলক্ষে ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামের গুইমারা রিজিয়নের আওতাধীন এক হাজার ১০৫ জন স্থানীয় অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রোববার খাগড়াছড়ি জেলার গুইমারা সরকারি কলেজ মাঠ, মাটিরাঙ্গা কলেজ মাঠ, সিন্দুকছড়ি স্কুল মাঠ এবং লক্ষীছড়ি স্কুল মাঠে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
চট্টগ্রাম সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ও গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অসহায়দের হাতে এ সহায়তা তুলে দেন। এছাড়া লেডিস ক্লাব, গুইমারা রিজিয়নের পক্ষ থেকে শহীদ লেঃ মুশফিক স্কুল মাঠে ১০০ জন পাহাড়ী ও বাঙ্গালী মহিলার মাঝে মানবিক সহায়তা প্রদান করেন গুইমারা রিজিয়ন লেডিস ক্লাব ও সেপকস সহ-সভানেত্রী মিসেস মাহফুজা রহমান। রিজিয়ন কমান্ডার ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আসুন আমরা সকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার আদর্শ ও নীতি আমাদের কর্মজীবনে প্রতিফলিত করি। অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।