রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতকানিয়ার ছদাহার ৯নং ওয়ার্ডের বহনামুরা জামে মসজিদ পরিচালনা কমিটির দন্ধ নিয়ে চলমান সহিংসতায় মফিজুল ইসলাম বাদী হয়ে মাওলানা নুরুল হকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলা প্রত্যাহার করতে প্রতিপক্ষরা হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এমন অভিযোগে গতকাল সাতকানিয়ার কেরানীহাটে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী।
সংবাদ সম্মেলনে তারা বলেন, মাওলানা নুরুল হকের পিতা ভুয়া ফেরবী দলিলে ওয়াকফ করেছেন। কিন্তু মসজিদকে জায়গা দেয়নি তাদের পরিবার। আর সেই ভুয়া ফেরবী দলিল মূলে ভুয়া মোতোয়াল্লী সেজে মসজিদ লোপাট করার ষড়যন্ত্র করার অভিযোগ আনেন সংবাদ সম্মেলনে বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাদীসহ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিক, সহ-সভাপতি মো. আবুল হাসেমসহ আরো অনেকেই। উল্লেখ্য, সাতকানিয়ার ছদাহার ৯নং ওয়ার্ডের খোর্দ্দ কেওঁচিয়ায় বহনামুড়া জামে মসজিদের সভাপতি মরহুম আবুল কাশেমের ছেলে মো. মফিজুল হকের ওপর গত ২ জুলাই একই এলাকার এজাহার মিয়ার ছেলে মো. নুরুল হকসহ মোট ৬ জনে সভাপতির লোভে পূর্বপরিকল্পিত ভাবে হামলা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।