রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুকুরের পানিতে মিললো এক গৃহবধূর লাশ। গত শনিবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত গ্রামের আলমগীর মাসুদের সাথে বিয়ে হয় আবুল কাসেমের মেয়ে শরিফা আক্তার বেলীর (৩৫)। চলছে সুখের সংসার। এরই মাঝে গত শনিবার সকালে বাড়ির পাশেই একটি পুকুরে শরিফার লাশ ভেসে থাকতে দেখে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।
নিহতের পরিবার জানায়, শরিফা আক্তার ছোটকাল থেকেই মৃগী রোগী। বিয়ের পরও মৃগী রোগে ভোগছিল। সংসার জীবনে রান্না-বান্না ও গোছলের সময় মৃগী রোগের আশংখায় স্বামী ও পরিবারের কোন সদস্যের সহায়তা নিতে হতো। এই অবস্থায় পুকুরে গিয়ে এ রোগের কারনেই হয়তো মৃত্যু হতে পারে। ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলেও আইনি জটিলতা এড়াতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।