Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাদক বিক্রেতা আটক

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

জামালপুরের সরিষাবাড়ী থানাধীন দিগপাইত গ্রামে ধনবাড়িগামী পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ (সিপিসি-১)। তাদের সরিষাবাড়ী থানায় সোপর্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গত শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো টাংগাইলের ধনবাড়ী থানার নলহরা গ্রামের আব্দুল খালেকের ছেলে আল আমিন (২৭) ও মৃত লোকমান হোসেনের ছেলে বিপ্লব হোসেন। এসময় তাদের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা সমমূল্যের ৩ গ্রাম হেরোইন ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গত শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ