পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বঙ্গোপসাগরে মৎস্য আহরণে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাবার পরে এখন ইলিশের ব্যাপক সমারোহ। ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসছে সাগর ও উপক‚লের জেলেদের জালে।
দুবলা পয়েন্টের পূর্ব প্রান্ত থেকে ভোলার মনপুরার ভাটিতে ঢালচর ও চর কুকরি-মুকরি পর্যন্ত সাগর উপক‚ল ও কিছুটা গভীর এলাকায় জাল বোঝাই করে ইলিশ উঠে আসছে। গত সপ্তাহ খানেক ধরে যে হারে ইলিশ ধরা পড়ছে সাগর উপক‚ল ও সংলগ্ন এলাকায় তা নিকট অতীতে দেখা যায়নি বলে জানান পাথরঘাটা, গলাচিপা, আলীপুর-মহীপুর, চর মোন্তাজ ও চর ফ্যাশনের মৎস্য আড়তের মালিক-শ্রমিক ও জেলেরা। দু’দিন আগে এফবি সাইফ-২ নামের একটি ট্রলার পাথরঘাটার ভাটিতে বঙ্গোপসাগর থেকে এক টানে ৮৭ মণ ইলিশ আহরণ করে মোকোমে ফিরে ২৭ লাখ টাকায় বিক্রি করেছে।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন মোকাম ও বাজারগুলোও গত সপ্তাহখানেক ধরে সাগরের পাশাপাশি অভ্যন্তরীণ নদ-নদীর ইলিশে ভরপুর। তবে মধ্যস্বত্ত¡ভোগীদের কারণে একদিকে জেলেরা মাছের ন্যায্য দাম পায় না, তেমনি ক্রেতারাও অনেক বেশি দামে তা কিনতে বাধ্য হচ্ছেন।
তবে উপক‚লের জেলে ও মৎস্যজীবীরা ৬৫ দিনের এ আহরণ নিষিদ্ধের বিষয়টিকে ভালোভাবে না নিলেও মৎস্য সম্পদের টেকসই উন্নয়নের স্বার্থেই তা করা হচ্ছে বলে মৎস্য অধিদফতরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। ধীরে হলেও জেলে ও মৎস্যজীবীরা বিষয়টি বুঝবেন বলে আশাবাদী মৎস্য অধিদফতরের দায়িত্বশীল সূত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।