Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যু কমায় বাড়ছে উদাসীনতা

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে মৃত্যু কিছুটা কমতে থাকায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে অনেকেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। এসব লোকদের এখনি নিয়ন্ত্রণ করা না গেলে পরবর্তীতে ভয়াবহ পরিণতির আশঙ্কা সংশ্লিষ্টদের। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৬৬ জনের। ১২টি ল্যাবে ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৯.৯৭ শতাংশ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৪ হাজার ৩৫০ জন। মারা গেছেন ১ হাজার ১১৬ জন। নোয়াখালী ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৭ জন। কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। ২১৫ জনের করোনা পরীক্ষা পর ৫৭ জনের সংক্রমনের রিপোর্ট পাওয়া গেছে।

যশোর ব্যুরো জানায়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। ২ জনই রেড জোনে ছিলেন। ১ জন পুরুষ এবং ১ জন মহিলা।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯ জন করোনা পজেটিভ এবং ১ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর ১ জনের মৃত্যু হয়।
খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২২ জনের। বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫২২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯১ জন।

বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাকরোনা উপসর্গে মারা গেছেন আরো ১৪ জন। তাদের মধ্যে ৬ জনই বগুড়া সদরের অধিবাসী। একই সময়ে করোনা উপসর্গে মারা গেছেন ৭ জন।
রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, এক মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে রংপুর বিভাগে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৯১ জনের। একই সময়ে বিভাগে ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগে শনাক্তের হার ২২ দশমিক ৮১ শতাংশ।
চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন।

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ১৫৪ জন করোনা আক্রান্ত রোগী ও ৩৭ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছেন।
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। তিনি বন্দরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৯২ জনে।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৬৬৪ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১০০ জন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৩৮৫ টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ