Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দনাইশে গ্রামীণ সড়কের করুণ হাল

এম এ মোহসীন, চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ছলিয়ারপাড়া থেকে মলনা হাজীপাড়ার ভেতর হয়ে আশরাফ মহুরিহাট পর্যন্ত সংযুক্ত সড়কে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বছরের পর বছর সড়কটি কোন সংস্কার হয়নি। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার শত শত মানুষ যাতায়াত করে। তাছাড়া আশপাশের ৭/৮টি এলাকার মানুষের একমাত্র চলাচলের পথ এ সড়ক।
স্থানীয় নূর মোহাম্মদ ও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে এ সড়কে জনসাধারণের চলাচলে দুঃখ-কষ্টের অন্ত নেই। মুমূর্ষ রোগী নিয়ে হাসপাতালে যাতায়াতে চরম কষ্ট হয়। সড়কের মাঝখানে একটি কালভার্ট সম্পূর্ণ ভেঙে গেছে। এতে রাতে আঁধারে অনেকে পড়ে আহত হয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান ডিলার জানান, সড়কটি এলজিআরডি’র আওতায়। সড়কের ব্রিক নষ্ট হয়ে কার্পেটিং ওঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার হলে এলাকার জনসাধারণ উপকৃত হবেন। ছলিয়ারপাড়া ৪নং ওয়ার্ডের মেম্বার শওকত হোসেন বলেন, সড়কটি কার্পেটিং হলে এলাকাবাসী উপকৃত হবেন। ৭নং ওয়ার্ডের মেম্বার ফজল আহামদ বলেন, আশরাফ মহুরিহাট এই এলাকার একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারে চারিদিকে হাজার হাজার মানুষের বসতি এতে সকাল-সন্ধ্যাসহ সারাদিন
বাজার বসে। এ সড়কে অসংখ্য মানুষের প্রতিদিন চলাচল করে। তাই সড়কটি দ্রুত সংস্কার হল এলাকাবাসীর দীর্ঘ দিনের দুঃখ কষ্ট লাঘব হবে। এ জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ