রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মানবতার সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজানসহ দেশে ৪ হাজার ২৮৩ জনকে দাফন সহায়তা প্রদান করেছেন। ১৩ আগস্ট সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সংগঠনটি চট্টগ্রামের ৩৪৬৮ জনসহ সারাদেশে ৪২৮৩ জনকে দাফন সহায়তা দিয়েছেন। এর মধ্য মুসলিম ছাড়া সৎকার সহায়তা দিয়েছেন ৪১ জন হিন্দু, ৫জন বৌদ্ধ, ১ জন মারমা উপজাতি, ১ জন খ্রিস্টানসহ মোট ৪৮ জনকে। উপরের পরিসংখ্যান অনুযায়ী মুক্তিযোদ্ধা ৪৭ জন ও অজ্ঞাত লাশ ৩০ জন, কারাবন্দি কয়েদি ৪ জনের দাফন সহায়তা দেন সংগঠনটির সেচ্ছাসেবকরা। সংগঠনটির দাফন-কাফন প্রধান সমন্বয়ক ও গাউছিয়া কমিটির কেন্দ্রিয় যুগ্ন মহাসচিব এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার তার নিজস্ব ফেসবুক আইডিতে দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাকালীন অক্সিজেন সেবা দেয়া হয় ২২৮৬৭ জনকে। ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেয়া হয় ৬৩৩১ জনকে। ভ্রাম্যমান কোভিড-১৯ টেস্ট সুবিধা পাচ্ছে দৈনিক ৪০ জন। ফ্রি ওষুধ এবং চিকিৎসা দেয়া হয় ১২ হাজারের বেশি মানুষকে। লকডাউনে ২০২০ সালে খাদ্য ও অর্থ সহায়তা এক লাখ পরিবারকে। চলতি বছরে খাদ্য সামগ্রী দেয়া হয় দেড় লাখ পরিবারকে। আরো জানা যায় এ সংগঠনটি বর্তমানে ৭টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশ পরিবহনসহ রোগীদের দিবারাত্রী সেবা দিয়ে যাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।