Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্সিজেন সিলিন্ডার বিতরণ

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

শ্রীপুরে মরহুম ইউএনও রাশিদুল ইসলাম মুশফিকের স্মরণে ঢাকা ইউনিভার্সিটির (পদার্থ বিজ্ঞান) ৯৭-৯৮ ব্যাচের বন্ধুদের পক্ষে ৩টি অক্সিজেন সিলিন্ডার ও হ্যান্ডস্যনিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন। গতকাল শনিবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসিবে স্বেচ্ছাসেবী সংগঠন এসআরটির সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগির হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংবাদিক এম এ মতিন, মরহুম ইউএনও’র বড় ভাই শরীফ আহম্মেদ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রাশিদুল ইসলাম শুধু শ্রীপুরের গর্ব না। তিনি দেশের গর্ব। উল্লেখ্য, গত ২০১৬ সালে রাশিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডার ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ