রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের মধুপুরে অভিযান চালিয়ে এক হাজার ৪০০ কেজি অপরিশোধিত (কাঁচা) চোরাই রাবারসহ ১টি কাভার্ডভ্যান জব্দ করেছে র্যাব। গতকাল শনিবার সকালে এ রাবার জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র্যাব ১২ সিপিসি ৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার ভাবনীটেকি সাকিনস্থ মামার বাসস্ট্যান্ড নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় সরকারি রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত কাঁচা রাবার-১৪০০ কেজি (যার মূল্য আনুমানিক ২,৮০,০০০/-) উদ্ধারসহ ১টি কভারভ্যান জব্দ করা হয়। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত নামীয় ২/৩ জন আসামি কৌশলে পালিয়ে যায়। এরপর অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মধুপুর থানায় মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।