Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুর পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামে রোববার মো: আলিফ পাঠান (১) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশু আলিফ পাঠান শ্যামকুড় গ্রামের মো: সুমন পাঠানের ছেলে। প্রতিবেশিরা জানায়, রোববার রবিবার সকালে শিশুটির মা মোছা: পিংকি খাতুন (২৫) বাড়ীতে ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় চোখ ফাঁকি দিয়ে শিশুটি বাড়ীর পিছনে পরিত্যক্ত গর্তে পড়ে যায়। মা পিংকি খাতুন ছেলেকে আশেপাশের বাড়ীতে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পাশের গর্ত থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। শিশু আলিফের শোকে বাড়ির সবাই পাগল প্রায়। মহেশপুর দত্তনগর পুলিশ ক্যাম্পের এস আই মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার সকালে শিশু আলিফ পাঠান বাড়ির পিছনে পরিত্যক্ত গর্তে পরে মারা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ