Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে এইচএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রে পূর্বের নিয়ম বহাল রাখা এবং সংযোজিত প্রশ্ন বাতিলের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও কোনাবাড়ি এমইএইচ আরিফ কলেজসহ কয়েকটি কলেজের কয়েকশ’ শিক্ষার্থী ওই দাবিতে সিটি কর্পোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে মানববন্ধন করে। একপর্যায়ে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল সহকারে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দিলে দুপুর সোয়া ১টার দিকে যান চলাচল শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ