Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দামুরহুদায় অস্ত্র ও গুলিসহ ডাকাত সর্দার গ্রেফতার

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলায় অভিযান চালিয়ে মিরাজ হোসেন (৫০) নামে এক ডাকাত সর্দারকে ১টি শাটারগান ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে গত ৩ দিনে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।আজ মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে মিরাজের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মিরাজ হলো দামুরহুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের হাফেজ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, আজ বুধবার ভোর রাতে দামুরহুদার ওসি লিয়াকত হোসেনের নির্দেশে এসআই মিজানুর রহমান সঙ্গী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হাতিভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ১ টি শাটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত রোববার দিবাগত রাত ২ টার দিকে ১৫ থেকে ২০ জন ডাকাত দল গির্জার প্রহরীকে বেঁধে রেখে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। সিস্টারকে বেঁধে রেখে নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল।এর আগে এ মামলায় আবুল হোসেন ও হামিদুর নামে ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
দামুরহুদা থানার ওসি লিয়াকত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ