Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : নিখোঁজের একদিন পর ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে নরেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর এলাকার ফেরসাডাঙ্গী ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গন নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। মৃত নরেনের বাড়ি সদর উপজেলার জগন্নাথপুর আদিবাসী পাড়ায়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ইন্সপেক্টর ফসির উদ্দিন জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে রংপুর থেকে ডুবুরি দল এসে টাঙ্গন নদীতে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফেরসাডাঙ্গী ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ