Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ট্রাক চাপায় এসআই নিহত

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ট্রাক চাপায় পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এসআইয়ের নাম আজাহার আলী (৫৮)। তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন। জানা গেছে, আর মাত্র এক বছর চাকরি ছিল তার। নিহত এসআই আজাহারের গ্রামের বাড়ি জেলার বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ওয়াহেদ আলী। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, এসআই আজাহার আলী মোটরসাইকেল নিয়ে সকালে কাশিয়াডাঙা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। এরপর ফেরার পথে ওই এলাকাতেই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা এসআই আজাহারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, নিহত এসআইয়ের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে। আর নগরীর শাহ মখদুম থানা পুলিশ ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ