Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যু কমলেও বাড়ছে সংক্রমণ

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

জেলা ও উপজেলা পর্যায়ে মৃত্যুসংখ্যা কমে আসতে শুরু করেছে। তবে শনাক্তের হার কমে না আসায় আতঙ্ক কাটছে না। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৬ জন। বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৩ হাজার ৮৫০ জনে। এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ১১১ জন।
যশোর ব্যুরো জানায়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা রেড জোনে ছিলেন। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৮৪ করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১৮ জন।
নোয়াখালী ব্যুরো জানায়, করোনায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সেনবাগে ২, বেগমগঞ্জে ১ ও শহীদ ভুলু স্টেডিয়ামের করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ১ জন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৬৮ জন। ২৪ ঘন্টায় জেলার তিনটি ল্যাবে ৬৩২টি নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৬১২ জনের।
বরিশাল ব্যুরো জানায়, ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৫১৮ জনের নমুনা পরীক্ষায় ৪৭৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এসময় বরিশাল মহানগরীর কাউনিয়া ও মুলাদী উপজেলায় দুজন, পটুয়াখালী শহর ও সদর উপজেলায় ৩ জন, ভোলা সদর ও চরফ্যাশনের চর মাদ্রাজে দুজন এবং বরগুনার পাথরঘাটা ও পিরোজপুরের নাজিরপুরে আরো দুজনের মৃত্যু হয়েছে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরো ১ জনের মৃত্যু হয়েছে।
সিলেট ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের প্রাণহানি হয়েছে সিলেটে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩১ জনের। নতুন শনাক্তদের মধ্যে সিলেট ৩২৭ জন, সুনামগঞ্জে ৫৪, হবিগঞ্জে ২৭ ও ৬০ জনের করোনা শনাক্ত হয় মৌলভীবাজারে। এছাড়া চিকিৎসাধীন আরো ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৬জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরো ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো ৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৮৬ জন। এখনও পর্যন্ত জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬৫৯ জন।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নারী দু’জন ও পুরুষ একজন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৪১ জনের। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ২৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে আরো ৬১ জন।
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫৫৬৫ জন। নতুন করে জন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ১০৪ জন।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৬৬১ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ৯৮ জন। ১৪৭ রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ১০ জন পজিটিভ। অন্যরা উপসর্গে আছেন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে জেলায় ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৫৫৯ টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ