বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের পটিয়ায় পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেছে ইলিয়াছ নামের এক মাদক সম্রাট। পুলিশের চাপে ও অনুরোধে হ্যান্ডকাপটি পালিয়ে যাওয়া ইলিয়াছ ফেরত দিলেও পুলিশ এখনোও তাকে গ্রেফতার করতে পারেনি। গত ১০ আগস্ট বিকাল ৫টায় পটিয়া থানার এসআই মিজানুর রহমানসহ দুইজন পুলিশ সদস্য সাদা পোশাকে উপজেলার কেলিশহর ইউনিয়নের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প এলাকার গুচ্ছগ্রামে গিয়ে মাদক সম্রাট ইলিয়াছকে আটক করে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। এ সময় স্থানীয় মহিলাদের সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায় ইলিয়াছ।
বিষয়টি থানায় জানানো হলে থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইলিয়াছকে গ্রেফতার করতে অভিযান চালায়। পরবর্তীতে তাকে না পেয়ে স্থানীয় লোকজনকে হ্যান্ডকাপ ফেরত দেয়ার জন্য অনুরোধ জানালে ওই দিন রাত ৮টায় ইলিয়াছ হ্যান্ডকাপটি গুচ্ছগ্রামের পাখির মার দোকানে দিয়ে যায়। পুলিশ ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ওঠেছে। যার কারণে ঘটনার দুই দিন গত হলেও থানায় এ সংক্রান্তে কোন মামলা বা জিডি করেনি পুলিশ। এ ব্যাপারে জানতে এসআই মিজানকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
পটিয় থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম গতকাল জানান, ইলিয়াছ হ্যান্ডকাপ নিয়ে পালায়নি। তাকে ধরতে গেলে সে পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।