পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিজিএমইএ পোশাক রপ্তানি কনটেইনার যথাসময়ের মধ্যে জাহাজীকরণের জন্য পোশাক শিল্পের বৈশ্বিক ক্রেতাদেরকে অধিক সংখ্যক শিপিং লাইনার ও অফ-ডক মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করেছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিজিএমইএ অফিসে অনুষ্ঠিত সি এন্ড এ সোসিং ইন্টারন্যাশনাল লি. এবং হাপাগ লয়েড প্রতিনিধিদের সাথে বৈঠকে এ সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। পোশাক শিল্পের রফতানি-আমদানি পণ্যের জাহাজীকরণ গতি সাবলীল রাখার বিষয়ে বিজিএমইএ এর গৃহীত অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিএমইএ সভাপতি বলেন, যে চট্রগ্রাম বন্দরে ক্রেতাদের পক্ষ থেকে শিপিং লাইনার ও অফ-ডক নির্ধারিত করে দেয়ার কারণে পোশাক শিল্পের রফতানি পণ্যবাহী কনটেইনারগুলোকে বন্দরে অতিরিক্ত সময় থাকতে হচ্ছে। সামনের দিনগুলোতে তৈরি পোশাকের অর্ডার বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং রফতানিযোগ্য কনটেইনারের জাহাজীকরণ যথাসময়ে সম্পাদনের জন্য বিদ্যমান শিপিং লাইনগুলোকে তাদের সামর্থ্যরে সর্বোচ্চ ব্যবহার করার জন্য অনুরোধ জানান।
সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক তানভীর আহমেদ, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন, সি এন্ড এ সোসিং ইন্টারন্যাশনাল লি.-এর ইউনিট লিডার ও জেনারেল ম্যানেজার শান্তনু সিং ও গ্লোবাল লজিষ্টিকস ম্যানেজার (হেডকোয়ার্টার্স), মো. নাইমুল হূদা, হাপাগ লয়েড এর পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ, ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন এ চৌধুরী (মিনার), ও জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) সাইফুল আরিফ সিদ্দিক।
উল্লেখ্য, এর আগে বিজিএমইএ পোশাক রফতানি কনটেইনার যথাসময়ের মধ্যে জাহাজীকরণের জন্য একটি পত্র দিয়ে বায়ার্স ফোরোমের মাধ্যমে পোশাক শিল্পের বৈশ্বিক ক্রেতাদেরকে অধিক সংখ্যক ফরওয়ার্ডার্স মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করেছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।