পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, পোশাক কারখানাগুলোতে মধ্য ও শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা পদগুলোতে আরও নারীদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এটি সত্যি যে তৈরি পোশাক শিল্পে নিয়োজিত মোট শ্রমশক্তির প্রায় ৬০ শতাংশই নারী, তথাপি তদারকি ও ব্যবস্থাপনা পদগুলোতে নারীদের উপস্থিতি এখনও উল্লেখযোগ্য নয়। গত শনিবার ঢাকায় ড হিউম্যান সাইন্স মিলনায়তনে টেক্সটাইল টেক এসোসিয়েশন এর উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক হাসান এসব কথা বলেন। বিজিএমইএ সভাপতি বলেন, যাহোক, চিত্র বদলাতে শুরু করেছে। এটি সত্যিই উৎসাহব্যাঞ্জক যে পোশাক শিল্পে ব্যবস্থাপনা পর্যায়ে নারীদের অংশগ্রহন বাড়ছে। তারা মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইনিং, ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য গুরুত্বপূর্ন বিভাগগুলোর শীর্ষ পদগুলোর চ্যালেঞ্জ ও দায়িত্বভার গ্রহন করছে এবং ভালো পারফর্মও করছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর পরিচালক ব্যারিষ্টার ভিদিয়া অমৃত খান ও পরিচালক ইনামুল হক খান (বাবলু), এপ্লাইড হিউম্যান সাইন্স এর অধ্যক্ষ প্রফেসর ইসমত রুমিনা, টেক্সটাইল টেক এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাবরিনা শারমীন এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।