প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম করোনার লকডাউনের অবসর সময়টি বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন। পরিবারকে সময় দেয়ার পাশাপাশি নিজের ফিটনেসে মনোযোগ দেন তিনি। নিয়মিত শরীরচর্চা করছেন। মিম বলেন, অভিনয়ে ব্যস্ত থাকার কারণে এতদিন নিজেকে ও পরিবারকে ঠিকমত সময় দিতে পারিনি। লকডাউনের সময়টিকে কাজে লাগিয়েছি। নিজেকে ফিট রাখতে এখন বাড়তি সময় দিতে পারছি। কাজ শুরু করা প্রসঙ্গে তিনি বলেন, লকডাউন উঠে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে কাজে ফিরব। লকডাউনের আগে দামাল এবং পরাণ সিনেমার কাজ শেষ করেছি। সিনেমা দুটি এখন মুক্তির অপেক্ষায়। ইত্তেফাক সিনেমার কাজ কিছুটা করেছি। নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, আগামী মাসে এর কাজ শুরু করার পরিকল্পনা আছে। এদিকে মিম স¤প্রতি দীপংকর দীপনের অন্তর্জাল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। মিম বলেন, সিনেমা করার ক্ষেত্রে এর গল্প এবং আমার চরিত্রের গভীরতার বিষয়টি নিয়ে আগে চিন্তা করি। এ পর্যন্ত যে সিনেমাগুলো করেছি সেগুলোর গল্প ও চরিত্র একটু আলাদা। গল্পে নতুনত্ব আছে। ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ওয়েবে কাজের সুযোগ অনেক বেশি। ইতোমধ্যে ‘নট হার ফল্ট’ এব ‘হোয়াট দ্য ফ্রাই’ সিনেমাগুলোতে অভিনয় করে অভিনয় করে দর্শকের যে প্রশংসা পেয়েছি, তা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে এটাও প্রমাণ করেছে, মাধ্যম নয়, কাজই আসল। ভাল কাজ যেকোনো মাধ্যমেই দর্শক আকৃষ্ট করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।