Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্দার স্বামী প্যাট্রিক উইলসনকে নিয়ে ভিরা ফারমিগার মন্তব্য

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

‘দ্য কনজ্যুরিং’ সিরিজের শেষ ফিল্ম ‘দ্য কনজ্যুরিং : দ্য ডেভিল মেইড মি ডু ইট’এও লোরেন ওয়ারেনের ভূমিকায় অভিনয় করেছেন ভিরা ফারমিগা। কনজ্যুরিং ইউনিভার্সের আটটি ফিল্মের পাঁচটিতেই তিনি স্পিরিচুয়াল মিডিয়াম লোরেনের ভূমিকায় আর স্বামী এড ওয়ারেনের ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন। নয় বছরের বেশি ভিরা আর প্যাট্রিকের ‘দ্য কনজ্যুরিং’ নিয়ে বন্ধুত্ব বা পর্দার দাম্পত্য জীবন। ফারমিগা বলেছেন তার সঙ্গে এই যাত্রা তার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা। “প্যাট্রিক উইলসন। হ্যাৃঁ আমার নকল এই স্বামীর সঙ্গে এই যাত্রা অসাধারণ অভিজ্ঞতা। তার সঙ্গে কাজ করতে গিয়ে কখনও একটু মন্দ অভিজ্ঞতা হয়নি। তার জন্য আমার ভালবাসা এখনও রয়ে গেছে। আমরা খুব ভাল বন্ধু আর পরস্পরকে খুব সমীহ করি,” ফারমিগা বলেন। তিনি আরও বলেন : “ সমস্যা হলে আমরা তা আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে ফেরতে পারি। হেসেই আমরা সময় কাটিয়ে দিতে পারি, সে আমার মুখে হাসি ফোটাতে পারে। একভাবে আমরা এক পরিবারের দুজন। পরস্পরের পরিবারের সঙ্গেও আমাদের সম্পর্ক আছে।” “এই বন্ধুত্ব স্রষ্টার উপহার। এই ফ্র্যাঞ্চাইজে তাকে পাওয়া এক আশীর্বাদ। ‘দ্য কনজ্যুরিং’ আসলে এড আর লোরেনের প্রেম কাহিনী। ‘দ্য কনজ্যুরিং’ অন্য সব হরর ফিল্ম থেকে এজন্যই আলাদা। তিনি জানান তারা বন্ধু হিসেবে এই ‘দ্য কনজ্যুরিং’ যাত্রার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ