Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে দু দিন ধরে বিষধর অজগর সাপ!

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৮:৩৮ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে মৎস্য ঘেরে দু দিন ধরে একটি অজগর সাপ অবস্থান করছে। বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের ঘের মালিক বেল্লাল হাওলাদার জানান, বুধবার দুপুরে তার মৎস্য ঘেরে দেখতে পান আনুমানিক ৮/১০ ফুট লম্বা অজগর সাপটি মাথা তুলে লেজ গুটিয়ে রয়েছে। এ সময় তিনি সাপটি দেখে স্থানীয়দের ডেকে আনেন। ২ দিন ধরে ওই অজগর সাপটি দেখতে বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করছে। খালের জোয়ার ভাটার পানিতে ভেসে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সাপটি ধরতে বনবিভাগকে খবর দেয়া হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ