বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় বুধবার রাতে এক সড়ক দুর্ঘটনায় বিথি খাতুন (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। নিহত বিথি খাতুন মাগুরা সদর উপজেলার মির্জাপুর গ্রামের আবুল বাসারের কন্যা।
নিহতের পিতা আবুল বাসার জানান, তার কন্যা বিথি খাতুন প্রায় দেড় বছর ধরে আর আর এফ এনজিওর শ্রীপুরের নাকোল শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিল। অফিসের কাজ শেষ করে বুধবার রাতে সহকর্মীর মোটরসাইকেল যোগে নাকোল থেকে মাগুরায় আসছিল ।পথিমধ্যে ওই বাজারের একটু দূরে গেলেই ভ্যানগাড়ীর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয় । আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এনামুল কবীর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে ঢাকার নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে ।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন বলেন, দুর্ঘটনাজনিত কারণে এনজিও কর্মী বিথি খাতুনের মৃত্যুতে থানাতে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।