Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোর সদর খাদ্য গোডাউনে পৌনে ১৮ হাজার কেজি নষ্ট চাল জব্দ

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৩:৫২ পিএম

নাটোর সদর খাদ্য গোডাউনে পৌনে ১৮ হাজার কেজি নষ্ট চাল জব্দ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের বড়গাছা এলাকার সরকারী খাদ্য গোডাউনে এই ঘটনাটি ঘটে। পরে জব্দকৃত চালগুলোর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য জেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রশাসন।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানতে পারেন সদর উপজেলা সরকারী খাদ্য গোডাউনে একটি ট্রাকে করে খাবার অনুপযোগী নষ্ট চাল গোডাউনে সরবরাহ করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক থেকে ৫৯১ বস্তার প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১৭ হাজার ৭৩০ কেজি নষ্ট চাল পাওযা যায়। পরে জেলা খাদ্য গোডাউন ইনচার্জ মফিজ উদ্দিনকে চালগুলোর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
খাদ্য গোডাউন ইনচার্জ মফিজ উদ্দিন জানান, ব্যবসায়ী বেলায়েত হোসেন চালগুলো চুক্তিবদ্ধ তিন মিলার আব্দুল মান্নান, তৈয়ব আলী ও আব্দুর রহমানের নামে চালগুলো গোডাউনে সরবরাহের জন্য নিয়ে আসেন।



 

Show all comments
  • মোঃ আকতার হোসেন মীর ১৩ আগস্ট, ২০২১, ১২:২৩ এএম says : 0
    যাহাদের অবহেলায় চাল নষ্ট হয়েছে তাহাদের কঠিন শাস্তি দেয়া হোক ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ