Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যু কমলেও বাড়ছে শনাক্ত

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

দেশের প্রত্যন্ত অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যুসংখ্যাটা একটু কমেছে। তবে করোনা শনাক্তের হার বেড়েই চলছে। এভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়লে অদূর ভবিষ্যতে মৃত্যুসংখ্যা আবার বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আমাদের সংবাদদাতাদের প্রতিবেদন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা এক হাজার ৯৪ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৬৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার প্রায় ২৭ শতাংশ। নতুন আক্রান্ত ৪৪৪ জন মহানগরীর এবং ৩২৮ জন জেলার বাসিন্দা।
যশোর ব্যুরো জানায়, যশোর গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ৫ জনের সবাই রেড জোনে ছিলেন। যার মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন মহিলা। এ পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১১ জন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী বিভাগের ৮ জেলায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরও ৮ জনের মৃত্যু ও ৫৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৯ হাজার ৯৯৭ জন। মোট মৃত্যু হয়েছে ১৪৪৩ জনের। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৪০ জনের। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে খুলনায়। যশোরে ৫ জন, মেহেরপুরে ৩ জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ২ জন করে এবং মাগুরায় একজন মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৮০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৫১৬ জন।
বরিশাল ব্যুরো জানায়, ২৪ ঘণ্টায় বরিশাল, পটুয়াখালী ও ভোলাতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ভোলা শহরে দু’জন এবং বোরহানউদ্দিন উপজেলাতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল সদর উপজেলার সাহেবেরহাটে ৭৪ বছর বয়স্ক একজন ও পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭০ বছরের আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর সংখ্যা ৫৬৯ জনে উন্নীত হলো। আর গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৩২ জনের নমুনা পরীক্ষায় ৩৮৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৯ হাজার ৭৪২ জনে।
বগুড়া ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়া উপসর্গে মারা গেছে ৫ জন। একই সময়ে ৪২৬ টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের।
চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে চাঁদপুরে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। মৃত ১২ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ। বাকি ৭ জন করোনা উপসগ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জন প্রাণ হারালেন। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত ছিলেন। আর ১ জনের উপসর্গ ছিলো। এছাড়াও ২৪ ঘন্টায় আরও ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন। ২৭২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৭ জন। জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৬৫২ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ৯৮ জন। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪৮ রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ১৩ জন পজিটিভ। অন্যরা উপসর্গে আছেন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৫৩৭টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৮ হাজার ৯২৯ জন। সর্বমোট মারা গেছে ২৩০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ