Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারেক মাসুদের চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধগ্রন্থ চলচ্চিত্রযাত্রা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

তারেক মাসুদ ও মিশুক মুনীরের ১০ম প্রয়াণ দিবস ১৩ আগস্ট। দিনটি সামনে রেখে প্রকাশনা প্রতিষ্ঠান ‘কথাপ্রকাশ’ থেকে চলচ্চিত্রকার তারেক মাসুদের চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘চলচ্চিত্রযাত্রা’র বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে। তারেক মাসুদ চলচ্চিত্র-সংস্কৃতির বিস্তৃত বিষয়ে চলচ্চিত্র নির্মাণ ছাড়াও চলচ্চিত্র সংসদ আন্দোলন ও চলচ্চিত্রচর্চার বুদ্ধিবৃত্তিক তৎপরতায় নিবিষ্ট ছিলেন। তার লিখিত বহু চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধের মধ্য থেকে পূর্ব-প্রকাশিত ও অপ্রকাশিত ৩৩টি প্রবন্ধ নিয়ে সংকলিত ও সম্পাদিত হয়েছে ‘চলচ্চিত্রযাত্রা’। চলচ্চিত্র বিষয়ক ৩৩টি প্রবন্ধকে মোট ৮টি অধ্যায়ে বিভক্ত করে ‘চলচ্চিত্রযাত্রা’ যৌথভাবে সংকলন ও সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ, নাহিদ মাসুদ, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন। কথাপ্রকাশ ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে চলচ্চিত্রকার তারেক মাসুদের চলচ্চিত্র বিষয়ক মননশীলগ্রন্থ ‘চলচ্চিত্রযাত্রা’ এর প্রকাশনা উৎসব আজ বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় অনুষ্ঠিত হবে। বর্তমান করোনা মহামারির কারণে আয়োজনটি অনলাইনে অনুষ্ঠিত হবে। ‘চলচ্চিত্রযাত্রা’ এর প্রকাশন উৎসবে আলোচনায় অংশগ্রহণ করবেন বরেণ্য চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, ভারতের বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র তাত্তি¡ক সঞ্জয় মুখোপাধ্যায়, বরেণ্য চিত্রশিল্পী ও শিক্ষক ঢালী আল মামুন, কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন, চলচ্চিত্র শব্দগ্রাহক নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা ও লেখক প্রসূন রহমান ও চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক বেলায়াত হোসেন মামুন। ‘চলচ্চিত্রযাত্রা’র প্রকাশনা উৎসবের এই আয়োজনটি প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশের ফেসবুক পেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ