প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘আর্মচেয়ার এক্সপার্ট’ পডকাস্টে ড্যাক্স শেফার্ড এবং মনিকা প্যাডম্যানের সঙ্গে এক আলোচনায় হলিউডের অভিনেতা জেক জিলেনহাল জানিয়েছেন মানুষের জন্য গোসল জরুরী নয়, ত্বকের পরিচর্যার জন্য শরীরের নিজস্ব পরিষ্কার রাখার প্রক্রিয়াই যথেষ্ট। “দিনে দিনে আমি উপলব্ধি করছি, গোসল করার প্রয়োজনীয়তা কম,”ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে জিলেনহাল বলেন। তিনি আরও বলেন : এলভিস কস্টেলো দারুণ বলেছেন, ‘ভাল আচরণ আর মুখে দুর্গন্ধ তোমাকে কোথাও এগিয়ে নেবে না’ (গানের অংশ)। তাই আমি এমন করে থাকি। তবে আমি আরও জানি গোসল না করার উপকারিতা, এতে ত্বক স্বয়ংক্রিয়ভাবে নিজেকে পরিষ্কার করে ফেলে।” ৪০ বছর বয়সী অভিনেতা জানান এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস (!) তিনি পেয়েছেন অভিনয় দম্পতি মিলা কুনিস-অ্যাশটন কুচার থেকে; তারা স¤প্রতি জানিয়েছে, সন্তানদের গায়ে ময়লা না দেখলে তারা তাদের গোসল করান না। কুনিস জানিয়েছিলেন, শৈশবে তিনি কমই গোসল করতেন কারণ তাদের বাড়িতে গরম পানির ব্যবস্থা ছিল না। সেই সময় কুচার বলেন, ‘বাচ্চাদের শরীরে ময়লা দেখলেই গোসল করাতে হবে।’ উপস্থাপক শেপার্ড জানান তিনি এবং তার স্ত্রী অভিনেত্রী ক্রিস্টেন বেলও তাদের সন্তানদের প্রতিদিন গোসল করান না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।