বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর শার্শা উপজেলার প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে ‘ব্লাক বেঙ্গল গোট’- এর মেলা হয়েছে। বুধবার (১১ আগষ্ট) সকালে উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বখতিয়ার হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধন কার্যক্রম শুরু হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা: সুখেন্দুশেখর গায়েন। অনুষ্ঠানে শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাসুমা আখতার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ছাগল খামারিরা উপস্থিত ছিলেন।
ব্লাক বেঙ্গল গোট মেলায় ৫০ জন খামারি অংশ নেন। পরে দুই জন খামারিকে ব্লাক বেঙ্গল গোট উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহনকারী সকল খামারিদের মাঝে ফ্রি ওষুধ ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহনকারী কয়েক জন খামারির মতে, এমন আয়োজনের কারণে খামারি অনেক উৎসাহ পায়। মাঝে মাঝে এমন আয়োজন আমাদের দেখা-দেখি অনেকেই আগ্রহ পাবে। অল্প পুঁজিতে ব্লাক বেঙ্গল গোট- এর খামার শুরু করা যায়। ব্লাক বেঙ্গল গোট- এর চাহিদা বেশী, ফলে লাভ বেশী হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।