Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের হুমকীর মুখেই বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে: রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৫:২৬ পিএম

মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হয়, সরকারের হুমকির মুখোমুখি হতে হবে, যে কোন সময় মামলায় পড়তে হতে পারে। কোন কর্মীর লাশ ধান ক্ষেতে পড়ে থাকতে পারে। কোনো তরুণ কর্মী গুম হয়ে যেতে পারে। সরকারের এই বিভীষিকার মধ্যে মানুষের পক্ষে, জনগণের পক্ষে, এই করোনা মহামারির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা বসে নেই।

বুধবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলায় করোনা হেল্প সেন্টার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ দেশ স্বাধীনভাবে চলছে না। এরা (আওয়ামী লীগ) যখন ক্ষমতায় এসেছেন তখন থেকেই এক বিভীষিকার মধ্যে চলছে। গণতন্ত্রের পরিবর্তে, মুক্ত চিন্তার পরিবর্তে গুম, খুন বিচারবহির্ভূত হত্যা। সেখানে বিরোধী দল মানুষের পক্ষে কিভাবে দাঁড়াবে?

তিনি বলেন, আমরা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে কেউ বসে নেই। এতো আতঙ্কের মধ্যেও আমাদের কোন নেতাকর্মী বসে নেই। যখন সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা না থাকে তখন যা খুশি তাই করতে পারে।

করোনা প্রসঙ্গে তিনি বলেন, আজকে যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি মোকাবিলার জন্য একটি দায়িত্বশীল সরকার সবচাইতে গুরুত্বপূর্ণ। যেখানে দায়িত্বশীল সরকার রয়েছে সেখানে দেখেছি করোনা ঢুকতে পারেনি। আফ্রিকার অনেক দেশ রয়েছে যেখানে করোনা ঢুকতে পারেনি। হংকং, থাইল্যান্ড, ভিয়েতনাম সেখানে করোনা নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের দেশে অনেক পরে আসছে কিন্তু অন্য দেশের অভিজ্ঞতা নিয়ে সরকার করোনা মোকাবিলা করতে পারতেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনায় আক্রান্ত রোগীরা আধুনিক চিকিৎসা পাচ্ছে না। কিছু বেসরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা থাকলেও সরকারি হাসপাতালে চিকিৎসা নাই। মফস্বলের অবস্থা আরো ভয়াবহ। না আছে ঔষধ, না আছে ডাক্তার। যেখানে গড়ে প্রতিদিন আড়াইশ জনের বেশি লোক যারা যাচ্ছে বলে সরকারই বলছে। গ্রামে গঞ্জে যারা মারা যাচ্ছে তাদের তো হিসাবই নাই। একবার লকডাউন দেয়, আরেকবার উঠিয়ে নেয়। আজকে মানুষের জীবন-জীবিকাকে তারা বিপন্ন করে দিয়েছে। জনগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই বলে সরকার যখন যা খুশি তাই করছে।

কেরানীগঞ্জের সভানেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার প্রমূখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ