Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

কোম্পানীগঞ্জে চর ফকিরা ইউনিয়নে মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের ওপর হামলার ঘটনায় তার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের দুই অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, চর ফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত সেলিম উল্যাহ বাবুর ছেলে সোহাগ ,একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রফিক উল্যার ছেলে নজরুল ইসলাম মানিক। তারা কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, তাদেরকে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। সকালে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শাহ আলমের চা দোকানে কাদের মির্জার চার অনুসারীর ওপর হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।

আহত ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান বাদলের অনুসারী। আহতরা হলেন, চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, নুরুল আফছার, মো. ছাব্বির ও মো. আজাদ। এ ঘটনায় গত সোমবার রাতে আহত নুরুল আফছার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় বাদলের ৬২ জন অনুসারীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, কিশোর গ্যাংয়ের ছেলেপেলের মধ্যে একটা ঝামেলা হয়েছে। তাতে কয়েকজন আহত হয়েছে। তবে ওই ঘটনায় আমাদের কোনো নেতা-কর্মী জড়িত নয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ