Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে টিকা কার্যক্রম শুরু

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

 জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও ক্যাম্পে কর্মরত সহযোগী সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় গতকাল মঙ্গলবার রোহিঙ্গাদের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। উখিয়া-টেকনাফের ৩৪টি শরণার্থী ক্যাম্পে অবস্থান করা বয়সোপযোগী সকল রোহিঙ্গাদের পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। আপাতত প্রথম পর্যায়ে ৫৫ বছর ও তদুর্ধ বয়সী ৪৮ হাজার ৬০০ প্রয়োগ করা হবে বলে জানান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। তিনি সকালে উখিয়ার শরণার্থী ক্যাম্প এক্সটেনশন-৪ এ আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর-এর কক্সবাজার অফিস প্রধান মিস. ইতা সুটে, আইওএম এর প্রধান মি. ম্যানুয়েল মার্কাস, ১৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক, ক্যাম্প ইনচার্জ, হু, ইউএনএইচসিআর ও ডবিøও এফপি এর প্রতিনিধিগণ, এবং আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. তোহা এইচ ভ‚ইয়া প্রমুখ।
আরআরআরসি শাহ রেজওয়ান হায়াত আরো বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশ সরকারের উদ্যোগে চীনের তৈরি সিনোফার্মার ভ্যাকসিন দেয়া হচ্ছে। ৩৪টি ক্যাম্পের অভ্যন্তরে ৫৬টি টিকা কেন্দ্রে রোহিঙ্গাদের করোনার ভ্যাকসিন টিকা দেয়া হচ্ছে। এজন্য ক্যাম্পগুলোর প্রয়োজনীয় ভ্যাকসিনেটর, নার্স ও স্ব্যাস্থ কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি প্রতিপালন ও শৃংখলা রক্ষায় এপিবিএন ও স্বেচ্ছাসেবক কাজ করছে। প্রতিদিন কমপক্ষে ৭ হাজার রোহিঙ্গাকে টিকা দিয়ে ৭ দিনের মধ্যে প্রথম পর্যায়ের প্রথম ডোজ টিকাদান প্রোগ্রাম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, প্রথম ডোজ ভ্যাকসিন পাওয়া সকল রোহিঙ্গাদের পরবর্তী এক মাসের মধ্যে ২ ডোজের পূর্ণাঙ্গ ভ্যাকসিনের আওতায় আনা হবে। সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান নিজে স্বহস্তে একজন রোহিঙ্গাকে টিকা দেয়ার মাধমে এ ভ্যাকসিন কার্যক্রমের সূচনা করেন। এরপর পর ৫৬টি টিকা কেন্দ্রে পুরোদমে ভ্যাকসিন দেয়া শুরু হয়। সকাল সাড়ে ১১ টার দিকে উদ্বোধনের পর ৫৬টি টিকা কেন্দ্রে রোহিঙ্গাদের বেশ আগ্রহের সাথে টিকা নিতে দেখা যায়। ক্যাম্পে টিকা কার্যক্রম অনেকটা উৎসবে পরিণত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ