বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টানা ১৯ দিনের লকডাউনের গতকাল শেষ দিনে চট্টগ্রামে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। মহানগরীর সড়কগুলোতে সকাল থেকেই ছিল যানবাহনের চাপ। পণ্য ও মালামালবাহী ভারী যানবাহনের পাশাপাশি গণপরিবহনও চলেছে বিভিন্ন সড়কে। নগরীর আগ্রাবাদ-বারিক বিল্ডিং, দেওয়ানহাট, জিইসি মোড়, মুরাদপুর, কদমতলী, আগ্রাবাদ এক্সেস রোড, পোর্ট কানেকটিং রোড, অলঙ্কার, ইপিজেডসহ বিভিন্ন এলাকায় ছিল যানজট। দোকানপাটও খুলতে শুরু করেছে। খুলেছে বিভিন্ন মার্কেট ও শপিংমলও। দোকান মালিকরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্যই আগেভাগে দোকানপাট খোলা হয়েছে। বাস এবং ট্রেন চলাচলের প্রস্তুতি চলছে। চট্টগ্রাম থেকে নির্ধারিত সবকটি ট্রেন আজ বুধবার থেকে চলাচল করবে।
চট্টগ্রাম স্টেশনে গতকাল চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। স্টেশনে এবং অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়েছে পুরোদমে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।