বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় আবারও একই ব্যক্তিকে দু’বার টিকা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেনারেল (সদর) হাসপাতাল টিকা কেন্দ্রে মোহাম্মদ রোকনুজ্জামান (৩৫) নামে এক যুবকের বাম হাতে ২ ডোজ করোনা টিকা দেন কর্তব্যরত নার্স। তিনি খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বোনাই মোড়লের ছেলে। বর্তমানে বাস করেছেন মহানগরীর দক্ষিণ টুটপাড়ায়।
মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমি টিকা দিতে যাই। এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমার হাই প্রেসার আছে কিনা। প্রেসার নেই জানানোর পর তিনি আমাকে টিকা দেন। এক মিনিট পরই আরেকজন নার্স এসে আমাকে আবার টিকা দেন। এ সময় দ্বিতীয়বার টিকা দেয়ার কারণ জিজ্ঞাসা করলে নার্স কোন উত্তর দেননি।
খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, দু’ বার টিকা দেয়ার কোনো অভিযোগ আমি পাইনি। হাজার হাজার মানুষকে টিকা দেয়া হচ্ছে। একটা দু’টা ভুল হলে হতে পারে।
এর আগে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনায় জহুরা বেগম (৭৩) নামে এক বৃদ্ধাকে দু’বার করোনা টিকা দেওয়া অভিযোগ উঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।