পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জুলাই মাসে কমেছে দেশের মূল্যস্ফীতি। সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশে, যা জুন মাসে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। জুলাইতে দেশের খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৫ দশমিক ০৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া খাদ্য বহিভর্‚ত পণ্যের মূল্যস্ফীতিও কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮০ শতাংশে, যা জুনে ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে উঠে এসেছে এসব তথ্য। গতকাল একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠক পরবর্তী ব্রিফিং এ সব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং-এ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, অন্য মাসের তুলানায় জুলাই মাসে মূল্যস্ফীতির পার্থক্য রয়েছে। কেননা অন্যান্য মাসে খাদ্য মূল্যস্ফীতি বাড়লে খাদ্য বহিভর্‚ত পণ্যের মূল্যস্ফীতি কমে। আবার খাদ্য মূল্যস্ফীতি কমলে খাদ্য বহিভর্‚ত পণ্যে বাড়ে। কিন্তু এবার দুটোতেই কমেছে। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমাটা গরীব মানুষদের জন্য ভাল। এটা খুবই ভাল সংবাদ।
বিবিএস’র হিসাব অনুযায়ী গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ, জুন মাসে ছিল ৫ দশমিক ৮৪ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ০৪ শতাংশ। খাদ্য বহিভর্‚ত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৬ শতাংশ। এদিকে শহরে সার্বিক মূল্যষ্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ০৬ শতাংশে, যা তার আগে মাসে ছিল ৫ দশমিক ২৯ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ০১ শতাংশে, যা জুনে ছিল ৪ দশমিক ১৪ শতাংশ। খাদ্য বহিভর্‚ত পণ্যে মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ,যা জুন মাসে ছিল ৬ দশমিক ৫৯ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।