Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বাড়ছে মৃত্যু সিলেটে শনাক্ত

জেলা-উপজেলায় করোনা পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মহামারী করোনায় প্রতিনিয়ত চলছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড ভাঙা গড়া। জেলা-উপজেলাগুলোতে করোনার ভয়াবহতা বাড়ছেই। খুলনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। অন্যদিকে, যশোরে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু অনেকটা কমছে। সিলেটে বাড়ছে শনাক্তের সংখ্যা।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭৯ জন। ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে দুই হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্তের হার ২৯ শতাংশ।
যশোর ব্যুরো জানায়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। যশোরে গত ২৪ ঘন্টায় ২৭ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু অনেকটা কমছে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫০৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৯ হাজার ৩৯৯ জনে।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৭জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ২জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৯০ শতাংশ।
নোয়াখালী ব্যু‡রা জানায়, গত ক‡য়ক দি‡ন †নায়াখালী‡ত ক‡রানা আক্রা‡šÍর হার ঊধর্Ÿগতি। গত ২৪ ঘ›টায় আরও ২জ‡নর ম„ত্যু হ‡য়‡ছ। এদিন ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮৩ জ‡নর শরী‡র ক‡রানা শনাক্ত হয়। ।
মঙ্গলবার সকা‡ল †জলা সিভিল সার্জন ডা. †মা.মাসুম ইফ‡তখার বিষয়টি নিশ্চিত ক‡র।
বরিশাল ব্যুরো জানায়, গত ২৪ ঘন্টায় মহানগরীতে ১৭১ জনসহ বরিশাল জেলায় মোট শনাক্তের সংখ্যা ছিল ৩০৫ জন। এ সময়ে জেলার উজিরপুর ও বাবুগঞ্জে দুজন করে এবং বাকেরগঞ্জে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে ১৬ হাজার ১৭১ আক্রান্তের মধ্যে ১৮৭ জনের মৃত্যু হল।
দক্ষিণাঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ছিল পিরোজপুরে ৯৯ জন। জেলাটিতে এসময়ে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়। এ সময় পিরোজপুরের মঠবাড়ীয়াতে একজনের মৃত্যু হয়েছে।
ভোলাতে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে দ্বীপ জেলাটির সদর উপজেলার চর ইলিশা ছাড়াও সদর উপজেলা এবং পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষায় আরো ৯১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটির দশমিনা উপজেলায় ৬০ বছরে এক নারীর মৃত্যু হয়েছে। বরগুনাতে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ঝালকাঠিতে ৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ২৪।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহ মেডিকেল (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমনে কোভিড-১৯ পজিটিভ হয়ে গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১২ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং বাদবাকি ৩ জন অন্য জেলার।
ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষার বিপরীতে আরও ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮২।
সিলেট ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৫৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ১৭ জন রোগী মারা গেছেন করোনায়।
খুলনা ব্যুরো জানায়, খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৭৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনা ও ঝিনাইদহে ৫ জন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় ২ জনের করে এবং মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে।
রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আরও ৩১৫ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৭ জনে।
কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গে একজন মারা যান।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭২ নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২ ভাগ।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩০৪ জন।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৭ জন। করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ১ জনের হয়েছে। মৌলভীবাজার জেলার ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৩৮ শতাংশ।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ১৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৮৩৯ টি নমুনা পরীক্ষার রির্পোটে ১৪১ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১৭ দশমিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ