প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা পরিস্থিতির কারণে আপাতত স্টেজ শো বন্ধ রয়েছে। লকডাউন উঠে গেলেও বিনোদন কেন্দ্র ও স্টেজ শো করার ক্ষেত্রে বিধিনিষেধ বলবৎ রয়েছে। এ অবস্থায় বেশিরভাগ সঙ্গীতশিল্পীই অনেকটা অলস সময় কাটাচ্ছেন। কেউ কেউ টেলিভিশন অনুষ্ঠান ও গান রেকর্ডিং করছেন। শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরও এ অবস্থার মধ্যে রয়েছেন। আঁখি বলেন, ঈদের অনুষ্ঠান নিয়ে কিছুদিন ব্যস্ত ছিলাম। বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে গেয়েছি। ঈদের পর থেকে বাসায়ই সময় কাটছে। আমার দুই মেয়েকে নিয়ে সময় কাটাই। বাসার কাজ করি, সিনেমা দেখি। এদিকে আঁখি আলমগীর ‘মখমল’ নামে অনলাইনে একটি ফ্যাশন হাউজ চালু করেছেন। তার নিজের ডিজাইন করা ড্রেস দিয়ে এ ফ্যাশন হাউস চলছে। আঁখি বলেন, আমার ফ্যাসন হাউসটি প্রত্যাশার চাইতেও ভালো চলছে। ছোটবেলা থেকেই পোশাক ডিজাইন করা আমার শখ। নব্বইয়ের দশকে আমার ডিজাইন করা কামিজ নিজেদের মধ্যে বিক্রি করেছি। তাছাড়া আমি সবসময় নিজের ডিজাইন করা পোশাক পরি। অন্যরাও সেটা খুব পছন্দ খুব করে। ব্যস্ততার কারণে পোশাক নিয়ে নিয়মিত কাজ করা হতো না। করোনায় গানের কাজ কমে যাওয়ায় পোশাক ডিজাইনে মনোযোগ দিয়েছি। শিফন, সিল্ক, জর্জেট, মসলিন শাড়ি ও কামিজ নিয়ে কাজ করছি। তিনি বলেন, এখন অনলাইনে চললেও আগামীতে আউটলেট খোলার ইচ্ছা আছে। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, গান কম করা হচ্ছে। করোনার কারণে সতর্ক থাকতে হচ্ছে। এ সময়ের মধ্যে অনেক প্রিয় মানুষকে আমরা হারিয়েছি। প্রতিদিনই প্রায় পরিচিতজনদের আক্রান্তের সংবাদ পাচ্ছি। ফলে সতর্ক হয়ে সীমিত পরিসরে চলাফেরা করতে হচ্ছে। তিনি বলেন, করোনায় শিল্পী-মিউজিশিয়ানরা অনেক ক্ষতির মুখে পড়েছেন। গত দেড় বছরে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। অনেকে এ পেশা ছেড়ে দিয়েছেন। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে অবস্থা আরো খারাপ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।