Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিতা-মাতার যত্ম নিতে মিলার আহ্বান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

বাবা-মায়ের প্রতি বাড়তি যত্ম নিতে সবাইকে অনুরোধ জানিয়েছেন পপ তারকা মিলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিলা লিখেছেন, আমার মা, ১৮ বছর বয়সে আমাকে জন্ম দেন। আমাকে তিনি স্বাভাবিকভাবে, মানে প্রসব যন্ত্রণা নিয়ে দীর্ঘ ৫ ঘন্টা পর ঢাকা সিএমএইচে জন্ম দেন। মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে বা তার কাছে যেকোনো দোষের কারণে ক্ষমা চাইতে আমি মনে করিনা আমাদের কারো একটা ‘মাদার্স ডে’ দরকার। যদিও আমি আমার বাবার সাথেই অনেক বেশি ঘনিষ্ঠ ছিলাম। বাবা আমার বন্ধু আর আমার আম্মু আমার জন্যে হেডমিস্ট্রেসই ছিলেন। আমার মায়ের কাছেই আমার সা রে গা মা পা শেখা। যার কারণে আজও আমি আপনাদের সবার মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছি। দেশের সকলের পরিচিত একটা নাম। আমি আপনাদের মিলা। তিনি লিখেছেন, কোভিড মহামারিতে আমরা অনেকেই আমাদের প্রিয় পিতা-মাতাকে হারাচ্ছি। সবাই আপনাদের পিতা-মাতার যতœ নিয়েন, প্রতিনিয়ত তাদের কাছে ক্ষমা চাইবেন, যাতে তারা মাফ করে দেন। আমাদের যেকোন অন্যায়ের কারণে তারা যদি মনে দুঃখ পেয়ে থাকেন, তার জন্য ক্ষমা চাইবেন। মিলা লিখেছেন, হে আল্লাহ ,আমাদের সকলের মা-বাবাকে করোনা থেকে আপনার রহমত দ্বারা রক্ষা করুন। আমিন।



 

Show all comments
  • Musleh Uddin ১১ আগস্ট, ২০২১, ৬:০৯ এএম says : 0
    Thanks to Mila for good advice. Everybody should follow this advice heart and soul.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ