Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২১

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১০ম প্রয়াণ দিবস উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ ও ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২১’ এর আয়োজন করেছে। চলমান মহামারির কারণে এই আয়োজন অনলাইনে অনুষ্ঠিত হবে। এ বছর তারেক মাসুদ স্মারক বক্তৃতা প্রদান করবেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র শিক্ষক, লেখক ও চলচ্চিত্র তাত্তি¡ক সঞ্জয় মুখোপাধ্যায়। বক্তৃতার বিষয়: জাতিসত্তা, চলচ্চিত্র ও তৃতীয় দুনিয়া। আগামী ১৩ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় অনলাইনে অনুষ্ঠিতব্য তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ প্রয়াত চলচ্চিত্রকর্মীদের স্মরণ ও তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২১-এর এই আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করবেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র শিক্ষক, লেখক ও চলচ্চিত্র তাত্তি¡ক সঞ্জয় মুখোপাধ্যায় এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। এছাড়াও আয়োজনে অংশগ্রহণ করবেন চলচ্চিত্র শব্দগ্রাহক নাহিদ মাসুদ ও চলচ্চিত্রকার প্রসূন রহমান। আয়োজনটি সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ। তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ ও তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২১ এর এই আয়োজনটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ হতে সরাসরি স¤প্রচার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ