Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফর্টনাইট’ ভিডিও গেমের সঙ্গে হাত মেলালেন আরিয়ানা গ্রান্ডে

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

জনপ্রিয় অনলাইন গেম ‘ফর্টনাইট’-এর সঙ্গে হাত মিলিয়ে গায়িকা আরিয়ানা গ্রান্ডে ‘রিফ্ট-ট্যুর’ নামে একটি ইন-গেম ইভেন্টে অংশ নিয়েছেন। ‘আরিয়ানা অ্যান্ড দ্য রিফ্ট ট্যুর’ নামে এই অনুষ্ঠানটি পাঁচটি সময়ের বিভাগে তিনদিন উন্মুক্ত ছিল। আগস্টের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনি এই ইভেন্টে অংশ নেন। গায়িকা এর আগে ভক্তদের এই ইভেন্টে অংশ নেবার জন্য অনুরোধ করেন। ‘ফর্টনাইট’ ভিডিও গেমটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে মার্কিন ভিডিও গেম ডিজাইনার এপিক গেমসের ব্যবস্থাপনায়। ‘রিফ্ট-ট্যুর’-এ ‘ফর্টনাইট’ অনলাইন ভিডিও গেমের কিছু উপাদানকে আরিয়ানা গ্রান্ডের সঙ্গীতের সঙ্গে সমন্বিত করা হয়েছে। “এপিক ও ‘ফর্টনাইট’ টিমের সঙ্গে মিলে আমার গানকে শ্রোতাদের উপহার দিতে পারা এটি বিরল সম্মান এবং স্মরণীয়,” গ্রান্ডে বিলবোর্ড সাময়িকীকে বলেন। আরিয়ানা গ্রান্ডের আগে ডিজে মার্শমেলো এবং র‌্যাপ গায়ক ট্র্যাভিস স্কট ‘ফর্টনাইট’ গেমের সঙ্গে মিলে ভার্চুয়াল ট্যুরে অংশ নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ