রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনার উপকূলীয় দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত রোববার দিবাগত রাতের ভরা জোয়ারে পানখালী ইউনিয়নের লক্ষীখোলা পীচের মাথা এলাকায় মাঙ্গা নদী তীরের ওয়াপদা বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। মুহূর্তের মধ্যে মূল বাঁধের প্রায় ২০০ ফুট এলাকার ৯০ শতাংশ ভেঙে মাঙ্গা নদীতে বিলীন হয়ে যায়। গত সোমবার গভীর রাতেও জোয়ারের চাপে বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
ভাঙনের ভয়াবহতায় এলাকাবাসী আতঙ্কিত রয়েছেন। পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে সমগ্র ৩১নং পোল্ডার প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ডুবে যেতে পারে কয়েক শ’ মৎস্য ঘের, ঘরবাড়ি ও কয়েক হাজার বিঘা চাষের জমি। চলমান আমন মৌসুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে, সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। তিনি ১ টন চাল বরাদ্দের মাধ্যমে তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় ভেঙে যাওয়া বাঁধের পেছন দিয়ে বিকল্প রিংবাঁধ নির্মাণের উদ্যোগ নেন। ভেঙে যাওয়া বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।