রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটের নদী ভাঙন পরির্দশন করেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। গত সোমবার রাত ৮টায় দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে পদ্মা নদীর ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন। নদী শাসনের কাজের গুনগতমান ঠিক রেখে স্থায়ীভাবে নদী শাসনের কাজ করা হবে। সেই লক্ষ্যে কাজ করছেন পানি উন্নয়ন বোর্ড বা ঠিকাদারী প্রতিষ্ঠান। সে কাজে কারও গাফেলতি থাকলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে এবং আগামী বর্ষার আগেই স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, মহিলা আসনের এমপি এ্যাড: খোদেজা নাসরিন আক্তার হোমেন, এমপি সালমা চৌধুরী রুমা, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী প্রমুখ। ২০১৯ সালের জুলাইতে ৭৬ কোটি টাকা ব্যায়ে ৫টি প্যাকেজে এ প্রকল্পের কাজ শুরু হয়। যা এখনও চলমান। গত দুই সপ্তাহের ভাঙনে প্রকল্পের প্রায় আড়াইশ মিটার এলাকার পিচিং বøক ধসে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।