Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি : আটক ১

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

বড়াইগ্রামের উপলশহর গ্রামে দশম শ্রেণিতে পড়–য়া এক স্কুলছাত্রীর (১৬) সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগে জমশেদ আলী মন্ডল (৫০) নামে এক কাঠ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক জমশেদ আলী উপলশহর গ্রামের আজিজুল ইসলাম মন্ডলের ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের ওই স্কুলছাত্রীর পরিবারে নিয়মিত যাতায়াত ছিল জমশেদ আলীর। একপর্যায়ে মেয়েটির সঙ্গে তিনি কৌশলে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ওই পরিবারের সঙ্গে ছোটখাটো আর্থিক লেনদেনও হতো তার। বছরখানেক আগে সম্পর্কের অবনতি হলে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম প্রধানদের কাছে ছাত্রীর পরিবারের কাছে পাওনা টাকা আদায় করে দেয়ার জন্য অভিযোগ করেন জমশেদ। পরে এ ব্যাপারে গ্রাম্য সালিশের রায়ে ৮ হাজার টাকা পরিশোধ করে ওই ছাত্রীর স্বজনরা। এরপর জমশেদ ওই ছাত্রীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের কিছু অশ্লীল ছবি তার অভিভাবকদের দেখিয়ে বø্যাকমেইল করার চেষ্টা করে। জমশেদের এ ধরনের আচরণে অতিষ্ঠ হয়ে ওই ছাত্রীর বাবা-মা তাকে নিয়ে ঢাকায় চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে লম্পট জমশেদ ওই ছাত্রীর সঙ্গে তার অর্ধনগ্ন অন্তরঙ্গ একটি ছবি ইমোতে বিভিন্ন জনের কাছে পাঠালে বিষয়টি ব্যাপক প্রচার হয়ে যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, মঙ্গলবার জমশেদের নামে ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ