রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোভিড-১৯ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতি। গত সোমবার বিকেলে সমিতির সাধারণ সম্পাদক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসের নেতৃত্বে ১২ জনের একটি দল করোনা রোগীদের সেবায় ১১টি অক্সিজেন সিলিন্ডার, ১২০টি পিপিই ও ১ হাজার মাস্ক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের নিকট হস্তান্তর করেন।
উক্ত সামগ্রী হস্তান্তরের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে এবং ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসের উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুঠোফোনে বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও এমপি রাজী মোহাম্মদ ফখরুল, সমিতির সভাপতি ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা প্রমুখ।
সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা বলেন, ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতি ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে জাতির দুর্যোগ ও ক্রান্তিকালে নানাভাবে পাশে ছিল এবং বর্তমানেও আছে। আশা করছি, সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে অচিরেই এ মহামারি থেকে আমরা মুক্তি পাব ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মেদ কবির, সমিতির সহ-দফতর সম্পাদক মবিন আলম ভ‚ঁইয়া, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।