রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান প্রেসক্লাবে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় রাউজান উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব বলেছেন, ইতিহাস বড়ই নির্মম, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা আজ ক্রমান্বয়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ইতিহাস বলছে বঙ্গবন্ধু বেঁচে আছে বেঁচে থাকবেন। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।