বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণঘাতী ভাইরাসে জেলায় মোট ২৮৩ জন মৃত্যুবরণ করেছেন। মৃত দুইজনই পুরুষ এবং বন্দরের বাসিন্দা। এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩০৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২১ হাজার ৮৭১ জন।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৯৫ জন, সদরে ৭২ জন, বন্দরে ৩২ জন, আড়াইহাজারে ২৩ জন, সোনারগাঁয়ে ৪৪ জন ও রূপগঞ্জে ৩৮ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৩৪ জন ও আক্রান্ত ৭ হাজার ৮৬৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৫০ জন ও আক্রান্ত ৪ হাজার ৫২৯ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৪ ও মারা গেছেন ২৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজার ৪৮৭ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ২ হাজার ২৭০ জন ও মারা গেছেন ৫৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০৩ জন।
জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৪৪ হাজার ৬৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৫৬ জনের।করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১৮ হাজার ১৭৫ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৬ হাজার ৫৭২ জন, সদর উপজেলার ৩ হাজার ৭৮০ জন, রূপগঞ্জের ৩ হাজার ২০৫ জন, আড়াইহাজারের ১ হাজার ১৭৭ জন, বন্দরের ১ হাজার ৬৫৫ ও সোনারগাঁয়ের ১ হাজার ৭৮৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।